Sinthi News : সিঁথিতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল, শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ TMC কর্মীদের
ABP Ananda LIVE : সিঁথিতে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। শান্তনু সেনের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ দলীয় কর্মীদের।অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সিঁথিতে।
ঘাটাল কলেজে ভর্তি-দুর্নীতির অভিযোগ, SFI-এর অভিযান ঘিরে তুলকালাম
২০২৩ সালের সেই ঘটনা। বালেশ্বরের বাহানগা বাজারে করমণ্ডস এক্সপ্রেসের দুর্ঘটনা ঘুম কেড়ে নিয়েছিল সারা দেশের। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩০০ জনেরও বেশি। আহতের সংখ্যা ছিল হাজারেরও বেশি। আবার ট্রেন দুর্ঘটনার কারণে শিরোনামে ওড়িশা।
বৃহস্পতিবার সকালে সম্বলপুর গামী মহিমা গোসাইন এক্সপ্রেস বা সম্বলপুর-শালিমার এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সকাল ৯.১৫ নাগাদ সম্বলপুর স্টেশনে যাওয়ার পথে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সৌভাগ্যবশত, এই দুর্ঘটনায় কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।



















