SIR News: SIR-এর সঙ্গে NRC-কে জড়িয়ে ফের ভয় দেখানোর কৌশল বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর
ABP Ananda LIVE: INTTUC নেতার পর এবার বারাসাত পুরসভা তৃণমূল কাউন্সিলর। SIR-এর সঙ্গে NRC-কে জড়িয়ে ফের ভয় দেখানোর কৌশল নিলেন শাসক দলের নেতা। গতকাল এলাকার বাসিন্দাদের নিয়ে ঘরোয়া বৈঠকে বসেন বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত সাহা। সেখানেই তাঁকে অভিযোগ করতে শোনা যায়, নাগরিকত্ব দেওয়ার নাম করে আসলে নাগরিকত্ব কাড়ার চেষ্টা চলছে। SIR সংক্রান্ত ফর্ম অত্য়ন্ত দেখে শুনে ফিল আপ করার পরামর্শ দিতে শোনা যায় ওই তৃণমূল কাউন্সিলরকে। আগামীকাল থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেভেল অফিসার বা BLO-দের। সেই প্রসঙ্গের উল্লেখ করে নিজের এলাকার বাসিন্দাদের সতর্ক করে বারাসাতের তৃণমূল কাউন্সিলর বলেন, কেউ নাগরিকত্বের নামে কোনও ফর্ম পূরণ করতে বললে, সেটা যেন তাঁরা না করেন। এর আগে একই সুরে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে SIR নিয়ে এলাকার বাসিন্দাদের ভয় দেখানোর পরামর্শ দিতে দেখা যায় উত্তর ২৪ পরগনার INTTUC সভাপতিকে। বিজেপি ভোটার লিস্টে নাম কেটে NRC ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে বলে প্রচার করার নির্দেশ দেন উত্তর ২৪ পরগনার তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি তাপস দাশগুপ্ত। এবার প্রায় একই পথে হাঁটলেন বারাসাত পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুমিত সাহা। এনিয়ে বিজেপির কটাক্ষ, SIR নিয়ে নিজেরা ভয় পাওয়ায় এভাবে আতঙ্ক ছড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস।
রাস্তার ওপর পুলিশের গাড়ি ভাঙচুর, রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ দমদম পার্কে
দমদম পার্কে নাইট পেট্রোলিংয়ের সময় আক্রান্ত পুলিশ। রাস্তার ওপর পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ। লেকটাউন থানা সূত্রে খবর, রাতে দমদম পার্কের কাছে বাইক নিয়ে একদল যুবকের দৌরাত্ম্য চালানোর অভিযোগ। পথচলতি লোকজন প্রতিবাদ করলে বাইকটিকে আটকায় লেকটাউন থানার পেট্রোলিং ভ্য়ান। অভিযোগ, সেই সময়ই পুলিশের ওপর আক্রমণ করে দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয় সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দাসকে। পুলিশের গাড়ি থেকে রাইফেল ছিনতাইয়েরও চেষ্টা করা হয় বলে অভিযোগ। আহত সিভিক ভলান্টিয়ারকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। পুলিশের ওপর হামলায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লেকটাউন থানা



















