SIR News: আজই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে SIR-এর দিনক্ষণ, খবর সূত্রের
ABP Ananda Live: আজই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে SIR-এর দিনক্ষণ, খবর সূত্রের । জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বিকেল ৪টে ১৫-য় হবে সাংবাদিক বৈঠক। গতকাল বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক ২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন । SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। SIR-এর দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা দেখা দিতেই, চড়েছে রাজনীতির পারদ।
আরও খবর...
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স ৪টে ১৫ মিনিটে। আমার ধারণা, বহু প্রতীক্ষিত SIR-এর কথাই হয়তো ঘোষণা হবে। আপনারা সবাই প্রস্তুত তো? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, যে একবার ভোট দিয়েছে, সে আমার দেশের নাগরিক বলেই তো ভোট দিয়েছে! সুতরাং একজন ভোটদাতার নাম কী করে বাদ দেওয়া যেতে পারে? আমরা সেটা হতে দেব না।


















