Sonarpur IILDS : মানুষের অনুদানে মাথা তুলে দাঁড়াতে চলেছে ,'ইউনিভার্সিটি অফ হিউম্যান সায়েন্সেস'
ABP Ananda LIVE : ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিভ সায়েন্সেসের পর, চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্য়োগে, মাথা তুলে দাঁড়াতে চলেছে 'ইউনিভার্সিটি অফ হিউম্যান সায়েন্সেস'। যা পুরোটাই তৈরি হবে মানুষের অনুদানে। সোনারপুরে ৬ একর জমিতে তৈরি এই বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিজ্ঞানের পাশাপাশি দেওয়া হবে জীবনশৈলীর শিক্ষা।সোনারপুর IILDS-র চিকিৎসক প্রধান উপদেষ্টা অভিজিৎ চৌধুরী বলেন, 'আসা করছি, ২০২৭ বা ২০২৮ সালের মধ্যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করতে পারব।এবং সেটা তৈরি হবে মানুষের অনুদানে। সোনারপুরে লিভার ফাউন্ডেশন ২০১৬ সালে শুরু করেছিল তার পথচলা। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিভ সায়েন্সেস তৈরি হয়েছিল মানুষের অনুদানে। এটা এমন একটা প্রতিষ্ঠান যার কোনও ব্যক্তি মালিকানা নেই। সমাজই হচ্ছে তার মালিক। সেইজন্য আমরা মানুষের কাছে আবেদন রাখছি, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের প্রেরণা দিন।'



















