West Bengal News: সাগরের কচুবেড়িয়া জেটিঘাটে সরকারি জমিতে পাকা স্টল তৈরি নিয়ে বিতর্ক
ABP Ananda Live: দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়া জেটিঘাটে সরকারি জমিতে পাকা স্টল তৈরি নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নির্মাণ কাজ বন্ধ করে দিল গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা। নির্মাণকাজের ফলে সৌন্দর্যায়ন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মেনে নিয়েছেন পর্ষদের চেয়ারম্যান।
সরকারি জায়গা থেকে জবরদখল তোলার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ পেয়ে তৎপর হয়েছে পুলিশ ও প্রশাসন। এই আবহে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কচুবেড়িয়া জেটিঘাটে সরকারি জমিতে পাকা স্টল তৈরি নিয়ে তৃণমূলের মতবিরোধ প্রকাশ্যে চলে এল। স্টল নির্মাণের কাজ মাঝপথে বন্ধের নির্দেশ দিল গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ। রাজ্যের অন্যতম তীর্থ পর্যটনকেন্দ্র গঙ্গাসাগর। সাগরে পৌঁছতে গেলে কাকদ্বীপের লট নং আট থেকে ভেসেলে করে যেতে হয় সাগরের কচুবেড়িয়াতে। সেখান থেকে বাস চেপে গঙ্গাসাগর কপিলমুনি মন্দিরে যেতে হয়। কয়েক মাস আগে গঙ্গাসাগরে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুবিধার কথা মাথায় রেখে কচুবেড়িয়া জেটিঘাট সংলগ্ন জবরদখলকারী দোকানদারদের উচ্ছেদ করে প্রশাসন।
জবরদখলকারী হিসেবে প্রশাসন যাদের উচ্ছেদ করে, তাদের জন্যই মুড়িগঙ্গা নদীর বাঁধের ওপর পাকা স্টল নির্মাণ শুরু করে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। তৃণমূলের বিরুদ্ধে ওঠে দখলদারি ও কাটমানির অভিযোগ। শুধু তাই নয়, এই নির্মাণকাজের ফলে আড়াল হয়ে যায় গঙ্গাসাগর লেখা বাঁধানো পাড়। নির্মাণকাজের কথা স্বীকার করে নিয়ে পঞ্চায়েতের দাবি, দুঃস্থ দোকানদারদের কথা ভেবেই এই স্টল তৈরি করা হচ্ছিল। গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আছেন জেলা পরিষদের জয়ী দুই তৃণমূল সদস্য। বিতর্ক বাড়তে থাকায় কাজ বন্ধ করে দিয়েছে পর্ষদ। প্রশাসন দখলদারি উচ্ছেদ করেছে, উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে পঞ্চায়েত। আবার সেই কাজ বন্ধ করে দিয়েছে গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদ। সব মিলিয়ে দানা বাঁধছে বিতর্ক।