(Source: Poll of Polls)
TMC News: জালে জামাল সর্দার, খুনের চেষ্টার অভিযোগেও জড়াল নাম। ABP Ananda Live
ABP Ananda Live: সালিশি ডেকে উল্টো করে ঝুলিয়ে মারধর, শিকলে বেঁধে অত্যাচারের অভিযোগ। ধৃত তৃণমূল কর্মী (TMC Worker) জামালউদ্দিন সর্দারকে (Jamaluddin Sardar) আদালতে পেশ করা হল। জামালের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, শ্লীলতাহানি, তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা। মাস্ক পরেই পুলিশের জালে পড়েছে সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার। সূত্র মারফত খবর পেয়ে আগেই ওঁৎ পেতেছিল পুলিশ। এমনই খবর সূত্রের। মাস্ক পরে থাকায় পুলিশের নজরে পড়ে যান জামাল, খবর সূত্রের। কাল তৃণমূলের একুশে জুলাই সমাবেশ (21 July Celebration)। ধর্মতলায় (Dharmatala) জোরকদমে চলছে প্রস্তুতি। এদিকে, জেলা থেকে কলকাতায় (Kolkata) আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা (TMC)। প্রত্য়েকবারের মতোই কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ট্রেনে, বাসে চড়ে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। আসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। উত্তরবঙ্গ থেকে আসা কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে।