CPM News:ঢোলাহাটকাণ্ডে মানুষের ঘাড়ে সমস্ত দোষ দিয়ে প্রশাসন নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছে: সুজন
ABP Ananda Live: 'মানুষকে তো দায়িত্বসম্পন্ন হতেই হবে। মানুষ যেন সচেতন থাকে এবং ঠিক ঠিক মত করে চলে, সে কারণেই তো প্রশাসনিক তৎপরতা প্রয়োজন। তা নাহলে প্রশাসন, মন্ত্রী থাকার দরকার নেই। মানুষ নিজে নিজেই সব করতে পারত। এক্ষেত্রে মানুষের ঘাড়ে সমস্তটা ফেলে দিয়ে প্রশাসন তার নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করছে'। মন্তব্য সুজনের।
এই ধরণের আয়োজন বাড়ছে। হিন্দু সমাজ ,মোঘল, পাঠান , ব্রিটিশ দাসত্বে ছিল। হীনমন্যতায় ভুগছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও হিন্দুদের ওপর অত্যাচার চলছিল। রামনবমীর আগেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে। ভয় পাওয়ানোর চেষ্টা হচ্ছে। এবারের কুম্ভ দেখুন। লক্ষ লক্ষ মানুষ গেছে। মুসলিম সমাজ যদি ইদ -মহরম পালন করতে পারে, তাতে সবাই অংশ নিতে পারে, তাহলে হিন্দুদের সবথেকে বড় উৎসব রামনবমীতে সবার অংশগ্রহণ করা উচিত। যারা ভয় দেখাচ্ছেন, তাঁদের থেকে সবার আলাদা থাকা দরকার।



















