South Calcutta Lions Safari Club: দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের লায়ন্স সাফারি পার্কে, বসল সোলার প্যানেল
ABP Ananda LIVE: দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের লায়ন্স সাফারি পার্কে, বসল সোলার প্যানেল। যার প্রধান উদ্যোক্তা ছিল লায়ন্স ক্লাব কলকাতা নর্থ। সহযোগিতায় হাত বাড়িয়েছে আদিত্য বিড়লা গ্লোবাল ট্রেডিং।
আরও খবর...
বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজাত আবাসনে আইনজীবীর অস্বাভাবিক মৃত্য়ু। মৃতের নাম কৌস্তভচন্দ্র দাস। ৫২ বছর বয়সি কলকাতা হাইকোর্টের ওই আইনজীবী শনিবার আবাসনের চারতলা থেকে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দেগঙ্গায় ভোটার তালিকায় 'বাংলাদেশি', অভিযুক্ত তৃণমূল নেতা । তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বাংলাদেশি মহিলার নাম তোলার অভিযোগ। নিজের কাকাকে বাংলাদেশি মহিলার বাবা দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপির।অভিযোগ অস্বীকার তৃণমূল পঞ্চায়েত সদস্য শাহাদত আলির।
সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে স্বীকৃতিহীন দেশের ভুয়ো দূতাবাসের খোঁজ মেলে। স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে দিনের পর দিন চলছিল প্রতারণা। দিল্লির নাকের ডগায় ওয়েস্টার্কটিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে রমরমিয়ে চলছিল জালিয়াতি। এবার নয়ডায় আস্ত ভুয়ো থানার হদিশ। গ্রেফতার নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো বীরভূমের প্রাক্তন TMC নেতা বিভাস অধিকারী-সহ ৬ !


















