SSC: 'মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য অতিরিক্ত পদ', জানালেন ব্রাত্য ।Bangla News
‘৫২৬১টি এসএসসি (SSC) পদ বাড়ানো হয়েছে, ২০১৬ সালে পরীক্ষা হয়েছিল। প্যানেলের ফলে মেধাতালিকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের জন্য অতিরিক্ত পোস্ট তৈরি করা হয়েছে। কর্মশিক্ষার জন্য ৭৫০টি পদ ও শারীরশিক্ষার জন্য ৮৫০ টি পদ তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী সবসময় সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। এসএসসির সুপারিশ অনুযায়ী পদ তৈরি করা হয়েছে। ন্যায্য দাবি থাকলে সমাধান করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। পরীক্ষার তারিখ নিয়ে দ্রুত নোটিস দেওয়া হবে। মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য অতিরিক্ত পদ। আমার দফতরের কাজ নিয়োগের, তদন্তের জন্য নয়’। ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।
![WB Assembly News: বাংলায় সরস্বতী পুজো প্রসঙ্গে বিজপিকে তোপ মুখ্যমন্ত্রীর | ABP Ananda live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/b4edcb160f5f641cad6a2aa1488e65321739892981823968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee: বলা হয়েছে আমি নাকি টেবিল চেয়ার ছুঁড়েছি, স্পিকারকে বলব আমাকে প্রমাণ দিতে হবে:মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/4037a7e22e9cd35e3e647b7764c141481739892432311968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Patna News: পাটনার কাঁকরবাগ এলাকায় চলল গুলি । চার দুষ্কৃতী এক বাড়ির বাইরে গুলি চালায় বলে অভিযোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/6a0b617024daa63fdd3d17cf4f7417551739891609738968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : আনসারুল্লা বাংলার জঙ্গি নেতা হরিহরপাড়ায়, জানতে পারল না পুলিশ: শুভেন্দু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/bff5cd4f1046aeceb7bf1d33c9e380211739891210626968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: বড়তলা থানা এলাকায় ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে নির্যাতনের চেষ্টা, ফাঁসির সাজা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/f7953449dcc361254e6e1659b07aeb6b1739890905835968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)