SSC Case: 'নতুন নিয়োগে অংশ নিতে পারবে না চিহ্নিত দাগিরা', জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: চিহ্নিত দাগিদের পরীক্ষায় বসাতে মরিয়া চেষ্টা। ধোপে টিকল না রাজ্য ও কমিশনের সওয়াল। নতুন নিয়োগে ঘিরে ফের হাইকোর্টে রাজ্য-স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা । নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা' । সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে বহাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের রায় । 'দাগিদের' পাশে, সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চেও সরকারের ধাক্কা
আরও খবর...
জলপাইগুড়িতে তৃণমূল নেতার গাড়িতে মদের আসর, সঙ্গী বিজেপি নেত্রী ! এমনই গুরুতর অভিযোগ উঠেছে। ডুয়ার্সের আপালচাঁদ জঙ্গলের রাস্তায় তৃণমূল নেতার গাড়িতে চলছিল পার্টি। গাড়িতে ছিলেন তৃণমূল নেতা পঞ্চানন রায় এবং বিজেপি নেত্রী দীপা বণিক, এমনই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পঞ্চানন রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি। অন্যদিকে দীপা বণিক বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী। এক গাড়িতে প্রতিপক্ষ দুই নেতা-নেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আর এই ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল-বিজেপি উভয় পক্ষই।



















