SSC Case : আমরা যোগ্যভাবে চাকরি পেলাম তবুও আমাদের দিকটাই দেখা হল না: চাকরিহারা শিক্ষিকা
ABP Ananda LIVE : যোগ্যভাবে চাকরি পেলাম তবুও আমাদের দিকটাই দেখা হল না: চাকরিহারা শিক্ষিকা I নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা হবে। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, আদালতের আগের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে রাজ্য সরকার। নইলে পরে নির্দেশ বলবৎ না করা নিয়ে দোষারোপ করা হবে। তবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে। শীর্ষ আদালতে গ্রীষ্মকালীন ছুটি চলছে। তাই বিষয়টি নিয়ে রায় আসেনি। পরে সেই রিভিউ পিটিশনের ভিত্তিতে যে রায় আসবে, আগামীতে তা-ই কার্যকর হবে। (SSC Scam)
মমতা এদিন জানান, রিভিও পিটিশনের প্রক্রিয়া জারি থাকবে। কিন্তু সেই সঙ্গে আদালতের নির্দেশ মেনেই ৩১ মে-র মধ্যেই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেই মতো বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। দু'টি উপায়ের কথা জানিয়েছেন মমতা। জানিয়েছেন, গরমের ছুটি কাটলেই আদালতে রিভিউ পিটিশনের প্রক্রিয়া জারি থাকবে। তৎপরতা শুরু হবে সেখানে। পাশাপাশি, পরীক্ষার বিজ্ঞপ্তিও দেবে রাজ্য। মমতা সাফ জানিয়েছেন, রিভিউ পিটিশনে যে রায় আসবে, তা-ই গৃহীত হবে। কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, সেই অনুযায়ী পরীক্ষা নিয়ে নিতে হবে রাজ্যকে। কিন্তু নতুন করে পরীক্ষা দেওয়ায় তীব্র আপত্তি চাকরিহারাদের শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের উদ্দেশে মমতার বার্তা, "পরীক্ষা দেবেন না বলবেন না। দু'টি বিকল্পকেই কাজে লাগান।



















