SSC News: চিহ্নিত দাগিদের পাশে দাঁড়ানোয় রাজ্য-কমিশনকে তুলোধনা ডিভিশন বেঞ্চের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: এটা সত্যি দুঃখজনক, বিভ্রান্তিকর যে SSC, রাজ্য চিহ্নিত দাগিদের সমর্থন করছে' । চিহ্নিত দাগিদের পাশে দাঁড়ানোয় রাজ্য-কমিশনকে তুলোধনা ডিভিশন বেঞ্চের । সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না' সিস্টেমে এদের কোনও জায়গা নেই, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ । 'প্রতারণা করে চাকরি পেলে, সেই নিয়োগ প্রতারণামূলক-অবৈধ বলে গণ্য হবে' । নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত দাগিদের নিষেধাজ্ঞা বহাল রেখে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের । 'প্রতারণামূলক আচরণের জন্যেই নিরাপরাধ প্রার্থীরা চাকরি হারিয়েছেন' । 'অবৈধ আচরণের জন্য শূন্যপদে আর অংশগ্রহণের অনুমতি নয়' । সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে SSC-মামলায় কড়া পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের । 'কলঙ্কিত প্রার্থীদের পক্ষে আবেদনকারীদের যুক্তি যথাযথভাবে গ্রহণযোগ্য নয়' রাজ্য-স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশে কড়া বার্তা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের । নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত, তাও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না' । 'অন্যায় যারা করে, তাদেরই পাশে রাষ্ট্র দাঁড়ালে ভুল সঙ্কেত যায়'


















