Saltlake Chaos: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে সল্টলেকে ধুন্ধুমার। Bangla News
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে সল্টলেকে ধুন্ধুমার। চলছে ব্যালট জমা দেওয়ার প্রক্রিয়া, গণনা ১৯ অক্টোবর।‘কারচুপির অভিযোগে আগের বারের ভোট বাতিল হয়’। ‘এই বছরও একই ঘটনা ঘটছে’, অভিযোগ বিরোধীদের। ‘শাসকদলের হয়ে বহিরাগতরা ব্যাগে করে হাজার হাজার ব্যালট পেপার নিয়ে আসে’। ‘জোর করে সেই ব্যালট জমা দিতে গেলে বাধা দেওয়া হয়’।‘অভিযুক্তদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে’, দাবি বিরোধী পক্ষের।‘বেসরকারি সংস্থার গোয়েন্দা এনে নজরদারি চালাচ্ছে বিরোধী পক্ষ’।আগে অভিযোগ করে শাসক শিবির। কেউ যেন নির্বাচনের ভিডিওগ্রাফি না করে, নোটিস টাঙালেন রিটার্নিং অফিসার
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে আবেদন রিটার্নিং অফিসারের

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
