Subhajit Mali: মেয়ের জন্মদিনেই বাবার মৃত্যু, আজ ভোরে বাড়িতে ফিরল শুভজিৎ মালির নিথর দেহ
ABP Ananda LIVE: ট্রেন সফর পরিণত হয়েছে শেষযাত্রায়। কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হতভাগ্য যাত্রীরা। আজ ভোরে বালিগঞ্জের জামির লেনের বাড়িতে ফিরল শুভজিৎ মালির নিথর দেহ। মেয়ের জন্মদিনেই বাবার মৃত্যু। শোকে পাথর পরিবার। মেয়ের জন্মদিন বলেই তৎকালে টিকিট কেটে বাড়ি ফিরছিলেন শুভজিৎ। আনন্দ বদলে গিয়েছে বিষাদে। এদিন শুভজিতের বাড়িতে যান ফিরহাদ হাকিম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় আরও একবার রেলকে কাঠগড়ায় তুলেছেন মন্ত্রী। ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়েছে মালদার চাঁচলের বাসিন্দা ৬ বছরের শিশুকন্যা স্নেহা মণ্ডলের। গতকাল রাতে চাঁচলের কালীগঞ্জের বাড়িতে পৌঁছয় দেহ। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম। উপস্থিত ছিলেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী, জেলাশাসক ও পুলিশ সুপার।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ED। CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় ভোটের ফল প্রকাশের পরের দিন, ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু, বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। সব রকমের উত্তর দিতে আমরা প্রস্তুত, এর আগে জানান ঋতুপর্ণা। ED সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? জানতে চা কেন্দ্রীয় এজেন্সি।