এক্সপ্লোর
Train Cancel : ডানকুনি শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন, বালি ব্রিজেও বন্ধ একদিক, অবর্ণনীয় হয়রানি যাত্রীদের
শিয়ালদহ-ডানকুনি সেকশনে তুমুল যাত্রী বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার এই লাইনে বাতিল করা হয়েছে ৪০ টির কাছাকাছি ট্রেন।

Train Cancel : ডানকুনি শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন
1/7

সঠিক সময় অফিসে পৌঁছাতে পারছেন না অনেকেই। ট্রেন ও সড়ক উভয় দিকেই সমস্যা থাকায় ভুগছেন নিত্যযাত্রীরা । আর তার জন্যই বাড়ছে ক্ষোভ।
2/7

এর জেরে শিয়ালদহ-ডানকুনি সেকশনে তুমুল যাত্রী বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার এই লাইনে বাতিল করা হয়েছে ৪০ টির কাছাকাছি ট্রেন। আর তার জেরে মাথায় হাত পড়েছে নিত্যযাত্রীদের।
3/7

রীতিমতো সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেকের অভিযোগ, রেলের তরফে আগে থেকে কিছু জানানো হয়নি। আর তার জেরেই ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা।
4/7

অন্যদিকে,বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালি দিকে আসার লেনটি সম্পূর্ণরূপে বন্ধ । তার বালি থেকে কলকাতাগামী লেনটিতে দুদিক থেকে যান চলাচল করছে। এর জেরেই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
5/7

বৃহস্পতিবার নিবেদিতা সেতুতে বাস ধরতে গিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। পুলিশের সঙ্গে চলে বাগ্বিতণ্ডা। বিকল্প রাস্তা তৈরি না করেই কেন যান নিয়ন্ত্রণ? প্রশ্ন তোলেন ভুক্তভোগীরা।
6/7

ঘুরপথে সময় লাগায় বিপদের ঝুঁকি নিয়ে রেলিং টপকে, তারের জালের ওপর দিয়ে কিম্বা নীচের ফাঁক গলে যেতে শুরু করেন যাত্রীরা।
7/7

এবিপি আনন্দে যাত্রী-হয়রানির খবর সম্প্রচারের পরেই তড়িঘড়ি বালি হল্ট স্টেশনের পাঁচিল ভেঙে তৈরি করে দেওয়া হয় বিকল্প রাস্তা।
Published at : 24 Jan 2025 11:45 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
