Sujan Chakraborty: 'বিজেপি ফেরত হলেই তৃণমূলের নেতা', কটাক্ষ সুজন চক্রবর্তীর | Bangla News
বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আসানসোলে লোকসভা উপনির্বাচনে প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, ট্যুইট করে দুই প্রার্থীর নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তৃণমূল নেত্রী লিখেছেন, "সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এটা জানাতে পেরে আমি খুশি যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়।" এই ঘটনাকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "বিহারের শত্রুঘ্ন সিনহা আসানসোলে, আসানসোলের বাবুল সুপ্রিয় বালিগঞ্জে। টলিউড ফেরত হলেই তৃণমূল বা বিজেপি আর বিজেপি ফেরত হলেই তৃণমূলের নেতা।"

















