Sukanta Majumdar Bjp News: তৃণমূলের দালালরা দলে ঢুকে বিজেপিকে শেষ করে দিচ্ছে, সুকান্তের কাছে অভিযোগ
হুগলির পাণ্ডুয়ায় কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদারের সামনেই দলীয় নেতাদের একাংশের বিরুদ্ধে নালিশ জানালেন বিজেপি কর্মীরা। তৃণমূলের দালালরা দলে ঢুকে বিজেপিকে শেষ করে দিচ্ছে, অভিযোগ বিক্ষুব্ধদের। অন্তর্দ্বন্দ্বেই শেষ হবে গেরুয়া শিবির, কটাক্ষ করেছে তৃণমূল।
ভোটের ফল বেরনোর এক মাস পর, পাণ্ডুয়ায় কর্মী সম্মেলন ডেকেছিলেন সুকান্ত মজুমদার। সেখানেই বিজেপির রাজ্য় সভাপতি সামনে ক্ষোভ উগরে দিলেন দলের নেতা-কর্মীদের একাংশ। বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, তৃণমূলের দালালরা দলে ঢুকে দলকে শেষ করে দিচ্ছে।
হুগলি লোকসভা কেন্দ্রে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে প্রায় ৭৭ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের রচনা বন্দ্য়োপাধ্য়ায়। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়ে ৪টি তে এগিয়ে রয়েছে তৃণমূল।
![TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/47875630069aecfa99ceb1ea14d858de1739772011264967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)