RG Kar Student Death:RG Kar কাণ্ডের তদন্তে এবার মুখ্যমন্ত্রীর ফোনও CBI স্ক্যানারে আনার দাবি সুকান্তর
ABP Ananda Live: আর জি কর কাণ্ডের তদন্তে এবার মুখ্যমন্ত্রীর ফোনও CBI স্ক্যানারে আনার দাবি সুকান্তর। 'পুরো স্বাস্থ্য ব্যবস্থা একটি দুষ্ট চক্র চালাচ্ছে'। 'বাংলার মানুষ দেখতে চায়, স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতেও যাক CBI'। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। স্বাস্থ্যসচিব, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, ডিজিপি, পুলিশ কমিশনারেরও ফোন বাজেয়াপ্ত করার দাবি।
আর জি কর মেডিক্যালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির ফ্ল্যাটেও সিবিআইয়ের দল। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের আমলে হাসপাতালে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ করেন। সেই সময়ে আর জি কর মেডিক্যালের সুপার ও উপাধ্যক্ষ ছিলেন সঞ্জয় বশিষ্ঠ
সেই কারণেই আজ এন্টালিতে সঞ্জয়ের ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই। প্রাক্তন সুপারকে চলছে জিজ্ঞাসাবাদ।
যদি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকার সম্পূর্ণ তথ্য প্রমাণ লোপাট না করে, আর জি কর কাণ্ডে সুবিচার মিলবেই। দাবি বিজেপি নেতা সুভাষ সরকারের।