Sukanta Majumdar: রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, কী বললেন সুকান্ত মজুমদার?
ABP Ananda LIVE : স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের । দাগিরাও ফর্ম জমা দিয়েছে বলে শুনানিতে অভিযোগ যোগ্য প্রার্থীদের । নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত । রাজ্য-কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের । ২০১৬-র পরীক্ষার গ্র্যাজুয়েশনের কাট অফ মার্কস ছিল ৪৫ শতাংশ । নতুন নিয়োগ প্রক্রিয়ায় কাট অফ মার্কস রাখা হয়েছে ৫০ শতাংশ । কাট অফ মার্কস নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যোগ্য পরীক্ষার্থীরা । গ্র্যাজুয়েশনে যাঁরা ৪৫ শতাংশর বেশি নম্বর পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারেন' । এর জন্য SSC এক সপ্তাহ সময় দেবে, নির্দেশ সুপ্রিম কোর্টের । পরীক্ষা পুজোর পর করতে আর্জি পরীক্ষার্থীদের । যা করার স্কুল সার্ভিস কমিশন করবে, জানাল সুপ্রিম কোর্ট
আজ-কাল দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগ
দক্ষিণবঙ্গে দুর্যোগ, কলকাতায় দফায় দফায় বৃষ্টি। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি ঘূর্ণাবর্ত। আজ-কাল দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগ। দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা।জলমগ্ন বালিগঞ্জ, যাদবপুর, দেশপ্রিয় পার্ক। ইএম বাইপাসের বিভিন্ন জায়গাতেও জল জমে রয়েছে। কালও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। কাল ভারী-অতিভারী বৃষ্টি: বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। কাল ভারী বৃষ্টি: দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি। কাল কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে



















