Suvendu Adhikari: 'নবান্ন অভিযান রুখতে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ', দাবি শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'নবান্ন অভিযান রুখতে টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যোগী হয়েছে মমতার পুলিশ', এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতে হাঁটু কেঁপে গেছে রাজ্য সরকারের। 'মুখ্যমন্ত্রীর স্নায়ুর চাপ হ্রাস করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। মমতার পুলিশ এক ধরনের অনৈতিক পথ অবলম্বন করেছে। প্রত্যেক জেলার থানায় ফেক ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে। ২৭ অগাস্ট নবান্ন ঘেরাও নিয়ে ভুল-ভ্রান্তিকর খবর ছড়ানোর উদ্দেশে ব্যবহার করা হবে এই প্রোফাইলগুলি। আগে থেকে ভুল পোস্ট ছড়িয়ে আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়ারও চেষ্টা হবে। প্রতিটি জেলায় ডিজি-র নির্দেশে এই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়'। ছাত্র-ছাত্রী ও নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার জন্যও আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।





ট্রেন্ডিং
সেরা শিরোনাম
