Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 'রাজসাক্ষী' পার্থর জামাই
ABP Ananda Live: আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 'রাজসাক্ষী' তাঁরই জামাই ! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 'রাজসাক্ষী' পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য । বিচারপ্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন পার্থর জামাইয়ের: ইডি সূত্র। ব্যাঙ্কশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে আবেদন কল্যাণময় ভট্টাচার্যর। কীভাবে দুর্নীতি হয়েছে, কোথায় গিয়েছে দুর্নীতির টাকা কোর্টকে জানাতে চেয়ে আবেদন: ইডি সূত্র। কোনও চাপ নেই, সদিচ্ছায় কোর্টকে জানাতে চান পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই: ইডি সূত্র। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে 'রাজসাক্ষী' কল্যাণময়র বয়ান রেকর্ড হবে। রাজসাক্ষী হওয়ার কোনও রাড়তি সুবিধা পাবেন না কল্যাণময় ভট্টাচার্য: আদালত।
সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই, পুলিশ অভয় দিতেই ভিড়
সোনাঝুরিতে দোলে কেন বাধা নেই পুলিশ অভয় দিতেই ভিড়। নিজেদের মধ্যে দোল খেলতে ব্যাস্থ সবাই। শান্তিনিকেতনের যে কোন জায়গায় সাধারণ মানুষ দোল খেলতে পারেন কোন বাধা নেই। কোনও নিষেধাজ্ঞা নেই। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ সকাল থেকে ভিড় করেছে সোনাঝুড়িতে। বন দফতর সোনাঝুরিতে দোল বন্ধের নির্দেশ দেওয়ার পরেই শুরু হয় বিতর্ক। পুলিশ পরিকল্পনা করে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।তারপরেই অতিরিক্ত পুলিশ সুপার , বোলপুর, রানা মুখোপাধ্যায় জানান, সোনাঝুরিতে দোলে কোনও বাধা নেই।

















