![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Suvendu Adhikari: পুলিশের অত্যাচারে বিজেপি কর্মীর হেফাজতে মৃত্যুর অভিযোগ শুভেন্দুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুলিশের অত্যাচারে বিজেপি কর্মীর হেফাজতে মৃত্যুর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এক্স হ্যান্ডলে লিখেছেন, গত ৪ জুন তৃণমূল বিজেপির সংঘর্ষের পর পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা সঞ্জয় বেরাকে পুলিশ গ্রেফতার করে। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। এরপর ১১ জুন মেদিনীপুরের প্রেসিডেন্সি জেলে ফিরিয়ে আনা হয়। ফের তাঁকে পিজি হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে। তাঁর অভিযোগ, পড়ে গিয়ে ওই ব্যক্তি মাথায় চোট বলে কারণ দেখাচ্ছে পুলিশ। বিচারবিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা।
পুড়ে ছাই জলদাপাড়ার ন্যাশনাল পার্কের হলং বনবাংলো। 'রাত ৯: হঠাৎ আগুন দেখতে পান এক কর্মী।' ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল হলং বনবাংলো। এসিতে ফেটেই আগুন, অনুমান বন দফতরের। আগুন লাগার পরেই পুড়ে ছাই কাঠের বন বাংলো। আগুন লাগার খবর পেয়ে ফালাকাটা-হাসিমারা থেকে আসে দমকল। বন্ধ থাকায় ছিল না কোনও পর্যটক, কেউ হতাহত হয়নি: বন দফতর। বন্ধ বন বাংলোতে কীভাবে চলল এসি: মনোজ টিগ্গা। গর্বের হলং বন বাংলোকে রক্ষা করা গেল না: সুমন কাঞ্জিলাল।
![Dilip Ghosh: 'এই টাকা লুঠের কারণ হল এটা বেহিসাবি টাকা', ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে মন্তব্য দিলীপের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/17/bc20c147d4497273e13dafe0f3689e291731785600259535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
সেরা শিরোনাম
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)