The Telegraph: সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হল The Telegraph School Awards for Excellence | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হল দ্য টেলিগ্রাফ স্কুল অ্য়াওয়ার্ডস ফর এক্সেলেন্স। শিক্ষার আলো ছড়িয়ে দিতে যারা বদ্ধপরিকর এমন শিক্ষাব্রতীদের এদিন সম্মানিত করা হয়। প্রতিদিন যাঁরা শেখান জীবনযুদ্ধের মানে, তেমনই কিছু সংগ্রামীদের জানানো হল কুর্নিশ।
আরও খবর....
SSC-র দাগি তালিকায় তৃণমূল বিধায়কের বউমার নাম। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বউমার নাম দাগিদের তালিকায়। নির্মল ঘোষের বউমা শম্পা ঘোষের নাম দাগি তালিকার ৯৪৮ নম্বরে। আইন আইনের পথে চলবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের।
SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের ! দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। রাজপুর-সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। 'যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ হাইকোর্টে যাব', কমিশনের দাগি-তালিকা প্রকাশের পরেই দাবি তৃণমূল কাউন্সিলরের।


















