TMC News : দুলাল সরকারের উপর হামলায় ধৃতের সংখ্যা বেড়ে ৮ । গ্রেফতার বিহারের বাসিন্দা আরও ১ শ্যুটার
ABP Ananda LIVE: মালদায় তৃণমূল নেতা খুন দুলাল সরকার খুনে গ্রেফতার আরও ১ গ্রেফতার বিহারের বাসিন্দা আরও ১ শ্যুটার । ধৃতের নাম মহম্মদ আসরার, বিহারের পূর্ণিয়ার বাসিন্দা । দুলাল সরকার খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৮
Saif Ali Khan: ১৫ দিন আগে মুম্বই এসে নিয়েছিলেন হাউস কিপিংয়ের কাজ, সেফের ওপর হামলা করা শরিফুল আসলে কে?
কখনও বিজয় দাস তো কখনও মহম্মদ ইলিয়াস। কখনও বান্দ্রা, কখনও দাদর! নাম থেকে লোকেশন। পোশাক থেকে পরিচয়, বারবার বদলেও শেষরক্ষা হল না! সেফ আলি খানের বাড়িতে ঢুকে তার ওপর হামলার ঘটনায় মুম্বই পুলিশের হাতে ধরা পড়ল মূল অভিযুুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ। বুধবার মাঝরাতে হামলা...তার ৩ দিনের মাথায়, শনিবার মধ্য়রাতে, সেফ আলি খানের বান্দ্রার বাড়ি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে, ঠাণের এক শ্রমিক বস্তি থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
এবিপি নিউজ সূত্রে বলা হচ্ছে, 'মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ ভাবতে পারেনি, পুলিশ এত দূরে পৌঁছে যাবে। ও ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। নিউজ চ্য়াানেল দেখছিল। পুলিশের টিম ছত্তীসগড়ে, রাজস্থানে, ও এগুলো দেখছিল, মনিটর করছিল। ও এটা ভেবে সন্তুষ্ট ছিল, থানের কথা কোনও মিডিয়া দেখাচ্ছে না। ও তাই এই জায়গাটাকে সেফ ভেবেছিল। তাই সেখানেই লুকিয়ে ছিল। এদিকে পুলিশ থানেতে চিরুনি তল্লাশি করেছে। তখন ও ফোন বন্ধ করে দেয়। বুঝতে পারে, পুলিশ বেশি দূরে নেই।'






















