Abhishek Banerjee: নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকে কী বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ABP Ananda Live: নেতাজি ইন্ডোরে আজ তৃণমূলের মেগা সমাবেশ। নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দলের শীর্ষ স্তরে ক্ষমতার টানাপোড়েন-জল্পনার আবহেই বৈঠকে নজর সকলের। তাৎপর্যপূর্ণভাবে এই কর্মিসভার মূল মঞ্চে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি থাকছে। দলের ভরকেন্দ্র যে মমতা বন্দ্যোপাধ্যায়, তা এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর,'২৬-এর ভোটকে পাখির চোখ করে এই কর্মিসভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন তৃণমূলনেত্রী। ভূতুড়ে ভোটার নিয়ে কর্মিসভা থেকে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে কড়া বার্তা আসবে তৃণমূলনেত্রীর তরফে? 'বাংলার মানুষকে বঞ্চিত করায়, বিজেপি লোকসভায় ১৮ থেকে ১২-য় নেমেছে'। 'তাতেও লজ্জা নেই, বাংলার মানুষের আবাসের টাকা এখনও আটকে রেখেছে কেন্দ্র'। 'বাংলাকে কলুষিত করার চক্রান্তের জবাব দিয়েছে মানুষ'। 'পশ্চিমবঙ্গকে ছোট করার চক্রান্ত চলছে'।




















