Kanchan Mullick: 'ওপিডি- তে টিকিট কেটেই গিয়েছিলেন', বিতর্কে জড়িয়ে সাফাই তৃণমূল বিধায়কের
ABP Ananda LIVE : ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে গিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। আরও অভিযোগ, বিভাগীয় প্রধানকে বদলি করে দেওয়ার হুঁশিয়ারিও নাকি দিয়েছেন কাঞ্চন। এই প্রসঙ্গে কী বলছেন তৃণমূল বিধায়ক? কাঞ্চন মল্লিক জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী হাসপাতালে গিয়েছিলেন এক আত্মীয়কে দেখাতে। কাঞ্চনের কথায়, তাঁর দিদা শাশুড়ি, ৮৬ বছরের বৃদ্ধা, হুইল চেয়ারে বসা, আসানসোল থেকে এসেছিলেন। আগেও ক্যালকাটা স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে তাঁর চিকিৎসা হয়েছে। ভাল হয়ে গিয়েছিলেন তিনি। এদিন গিয়েছিলেন রিপোর্ট দেখাতে। সেটা দেখান স্কিন ডিপার্টমেন্টে দেখান। তারপর ওই বৃদ্ধাকে মেডিসিন বিভাগে দেখানোর জন্য রেফার করা হয়। কাঞ্চন বলছেন, তিনি স্কিন ডিপার্টমেন্টে রিপোর্ট দেখানোর সময় ওপিডি- তে টিকিট কেটেই গিয়েছিলেন। পরে মেডিসিন বিভাগে দেখানোর সময়েও ওপিডি- তে টিকিট কেটে দাঁড়িয়েছিলেন।




















