Saugata Roy: তৃণমূলে নবীন-প্রবীণ বিতর্কের মধ্যেই অভিষেকের হয়ে ব্যাটিং সৌগতর | ABP Ananda Live
ABP Ananda Live: এবার সরাসরি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের হয়ে ব্য়াট ধরলেন, সৌগত রায়। তৃণমূলের বর্ষীয়ান সাংসদ বললেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পক্ষে একা এই লোড নেওয়া সম্ভব নয়, অভিষেক দলের দায়িত্বে এলে কর্মীরা অনুপ্রাণিত হবে।"
বিজেপি রাজ্য় সভাপতি বলেছেন, "বাড়ি গিয়ে পাড়ার লোককে বলা যে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ করুন। বলবে কেন করব ? কারণ নরেন্দ্র মোদির সরকার তৈরি হবে। মহিলাদেরকে বোঝান যদি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপের ফর্ম ফিলআপ করুন। ভারতীয় জনতা পার্টি সরকারে এসে অন্নপূর্ণা যোজনা তৈরি করবে। তখন আমরা দেখব। কী দেখব সেটা আর বলছি না।"
বাংলায় দলের সদস্য় সংগ্রহ অভিযান কর্মসূচির সূচনা করে ১ কোটি সদস্য় সংগ্রহের লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ। '২৬-এর বিধানসভা ভোটের ২ বছর আগে সেই লক্ষ্যে নেমে পড়েছে বিজেপি। সেই কর্মসূচিতে এবার বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য়ে তৈরি হল বিতর্ক। এ প্রসঙ্গে বিতর্ক হলে সুকান্ত বলেন, 'আমি এটাও বলেছি নরেন্দ্র মোদির উন্নয়নের মডেলে সামিল হওয়ার জন্য়। সেটা আপনি ভুলে গেছেন।অন্নপূর্ণা যোজনা আমরা আগেই ঘোষণা করেছি। যে ভারতীয় জনতা পার্টি সরকারে এলে অন্নপূর্ণা যোজনা শুরু করবে তিন হাজার টাকা করে।'