Abhishek Banerjee: আমতলায় দলীয় কার্যালয়ে নেতারকর্মীদের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
ABP Ananda Live: আমতলায় দলীয় কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতারকর্মীদের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা করিয়ে ফিরে আসার পর প্রথম কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বললেন তিনি, আমতলার দলীয় কার্যালয়ে।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের ডাকে ফের রাজপথে নাগরিক মিছিল। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'।
জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক দেওয়া হয়েছে। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। মেডিক্যাল কলেজ এবং আর জি কর চত্বরেও তৈরি হয়েছে অভয়া গ্যালারি। আর জি কর চত্বরেও হয়েছে প্রদর্শনীর আয়োজন। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।