(Source: Poll of Polls)
TMC News: তৃণমূলে কি পদ বিক্রি করা হয়? কসবাকাণ্ডের আবহে জোরালভাবে প্রশ্ন তুললেন বিধায়ক জাভেদ খান
ABP Ananda Live: তৃণমূলে কি পদ বিক্রি করা হয়? কসবাকাণ্ডের আবহে প্রশ্নটা জোরালভাবে তুলে দিলেন, রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ও কসবার বিধায়ক জাভেদ খান। ব্য়বসায়ী, মহম্মদ জুলকারনাইনকে তৃণমূলে নেওয়ার পিছনে, আর্থিক লেনদেন থাকতে পারে বলেও মন্তব্য় করেছেন জাভেদ খান। আর জুলকারনাইনকে তৃণমূলে সংখ্য়ালঘু সেলে নিয়োগ করার জন্য়, চিঠিতে যার নাম ছিল, সেই বিধায়ক ও সেলের সভাপতি মোশারফ হোসেন বলছেন, তৃণমূলে আগে পদ-বাণিজ্য় চলত! তবে কি এক্ষেত্রেও কি তথাগত রায়ের, সেই কামিনী-কাঞ্চনের পুনরাবৃত্তি?
আরও খবর, কোনও বিরোধী দল নয়, নারদকাণ্ডের প্রসঙ্গ খুঁচিয়ে তুলে, সরাসরি ফিরহাদ হাকিম এবং সৌগত রায়কে আক্রমণ করলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। পুলিশি ব্য়র্থতা নিয়ে মুখ খোলায় সুর চড়িয়ে তৃণমূল সাংসদ বললেন, ওরাও তো দুর্নীতিতে অভিযুক্ত, তাহলে ওরা এখনও দলে আছে কেন? ফিরহাদ হাকিমের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, সৌগত রায় পাল্টা কটাক্ষ করে বললেন, কল্য়াণ তো সংসদীয় বৈঠকে বোতল ভেঙেছে, তা নিয়েও আমি কিছু বলেছি!