আজ জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব ED-র। সাঁইথিয়ার বাড়ি থেকে দিলেন রওনা
ABP Ananda LIVE: আজ জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে তলব ED-র। SSC-র নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলরকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল সাড়ে ৬টা নাগাদ সাঁইথিয়ার বাড়ি থেকে রওনা দিলেন বড়ঞার তৃণমূল বিধায়কের পিসি। ED সূত্রে খবর,'ধৃত তৃণমূল বিধায়কের পিসি মায়া সাহা হাজিরা দিলে তাঁর বয়ান রেকর্ড করা হবে', প্রয়োজনে পিসি-ভাইপোকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। SSC-র নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায়, গত সোমবার জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়িতেও হানা দেয় ED। সাড়ে ৪টা ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। মায়া সাহা দাবি করেন, দুর্নীতির সঙ্গে তাঁর যোগ নেই। যদিও জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহার অভিযোগ, বহু জায়গায় বেনামে সম্পত্তি কিনেছেন তাঁর বোন। পারিবারিক হিংসা থেকে মিথ্যা দোষারোপ, দাবি মায়া সাহার।


















