Humayun Kabir :’২৬-এ আসন কমতে পারে তৃণমূলের', বলছেন হুমায়ুন কবীর
ABP Ananda LIVE :পরবর্তী বিধানসভা নির্বাচনে এখনও বাকি বেশ কয়েক মাস। কিন্তু তার আগে নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী সামনে এল। বিরোধী শিবিরের কোনও নেতা বা নেত্রী নন, ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূলের মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু নিজের দলকে ফুলমার্কস দেওয়ার পরিবর্তে উদ্বেগের বাণীই শোনালেন হুমায়ুন। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসল সংখ্যা ২০০-র নীচে নেমে যেতে পারে। (Humayun Kabir)।২০২৬ সালের নির্বাচনের ফলাফল নিয়ে এতদিনে নানারকম দাবি শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বের মুখে। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ২১৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন, অর্থাৎ ২০২১ সালের তুলনায় দু'টি আসন বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানান, দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার কথা বলেন। ২১৫-র বেশি হবে, কম হবে না বলে জানান তিনি। কিন্তু হুমায়ুনের মতে, '২৬ সালে বিধানসভা নির্বাচনে ১৯৫-১৯৮ আসন পাওয়ার মতো জায়গায় রয়েছে তৃণমূল। (West Bengal Assembly Elections 2026)।শুধু সংখ্যার হিসেব দিয়েই থামেননি হুমায়ুন, তৃণমূলের ভোটব্যাঙ্ক বলে যাঁদের দিকে ইঙ্গিত করেন বিরোধীরা, তৃণমূলের প্রতি সেই সংখ্যালঘুদের সমর্থনও কমবে বলে দাবি করেছেন হুমায়ুন। এই মুহূর্তে তৃণমূলে হুমায়ুনের অবস্থান নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। দলের অন্দরে তিনি কোণঠাসা বলে যেমন শোনা যাচ্ছে, তেমনই কংগ্রেসের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন বলে তিনি নিজেই সম্প্রতি দাবি করেন।




















