TMC News: ভোটের আগে TMC-তে পরপর রদবদল, তুলে দেওয়া হল উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদ
ABP Ananda LIVE: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বে রদবদল করল তৃণমূল। জেলা সভাপতির পদ হারালেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় ও অনুব্রত মণ্ডল। তুলে দেওয়া হল উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদ। উত্তর কলকাতায় তৃণমূলের সংগঠনের দায়িত্ব দেওয়া হল ৯ সদস্যের কোর কমিটিকে।
১৬টি ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটির প্রতারণা? কলকাতায় গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার, গ্রেফতা UCO ব্যাঙ্কের প্রাক্তন CMD
জাল নথি দিয়ে ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি আর্থিক প্রতারণার অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। এবার সেই মামলায় দিল্লি থেকে ইডির হাতে গ্রেফতার হলেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবারই দিল্লি থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১২ হাজার কোটি টাকা ঋণ নিয়ে প্রতারণার অভিযোগে কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকার গ্রেফতারির পর, এবার ED-র জালে ধরা পড়লেন ইউকো ব্যাঙ্কের প্রাক্তন CMD সুবোধকুমার গোয়েল। শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। শনিবার ধৃত সুবোধকুমার গোয়েলকে ২১মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।


















