এক্সপ্লোর
TMC Rathin Ghosh: 'তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ গোষ্ঠীদ্বন্দ্ব', স্বীকার করে নিলেন রথীন ঘোষ?
প্রার্থী কে, তা না দেখেই দলের হয়ে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। বাগদা উপনির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের এই বার্তা দিলেন, মন্ত্রী ও বাগদায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা, রথীন ঘোষ। তার কথায়, কে কোথায় দাঁড়িয়েছে মধুপর্ণা না কী পর্ণা, আমার দরকার নেই। আমি দাঁড়িয়েছি। তৃণমূল কংগ্রেসের ক্য়ান্ডিডেট ওই বুথে আমি। আমায় আমাকে জেতাতে হবে। সেই চেষ্টাটা করতে হবে। পাশাপাশি লোকসভা ভোটে বাগদায় তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তাও কার্যত স্বীকার করে নিলেন তিনি।
জেলার
বাটার ফ্রুট কেক থেকে রিচ পাম কেক, বড়দিনের কেকের পসরা নিয়ে হাজির মিও আমোরে
আরও দেখুন



















