Tmc News: ভূতুড়ে ভোটার খুঁজতে তৃণমূল ভবনে জেলার কমিটি নিয়ে সিদ্ধান্ত, কয়েক ঘণ্টাতেই স্থগিত! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভূতুড়ে ভোটার খুঁজতে তৃণমূলের কোর কমিটির সিদ্ধান্তও স্থগিত ! বৃহস্পতিবারই তৃণমূল ভবনে জেলার কমিটি নিয়ে সিদ্ধান্ত, কয়েক ঘণ্টাতেই স্থগিত! সাংগঠনিক জেলা ভিত্তিক কোর কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত! জেলার কোর কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ শীর্ষ নেতৃত্বের: সূত্র । জেলার কোর কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নেত্রী: তৃণমূল সূত্র । 'ভোটে ভূত খুঁজতে সাংসদ-বিধায়ককে নিয়ে জেলায় কোর কমিটি'
সাংগঠনিক জেলা ভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল কোর কমিটি । জেলার সেই কমিটির গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই শীর্ষ নেতৃত্বের স্থগিতাদেশ! । কিন্তু কেন কমিটি গঠনের পরপরই সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ? এখনও ধোঁয়াশা । ভোটার তালিকায় স্ক্রুটিনির জন্য সুব্রত বক্সীর নেতৃত্বে ৩৬জনের কমিটি
মালদার স্কুলে পরীক্ষার আগে তল্লাশিতে 'আপত্তি', শিক্ষকদের 'মার' !
পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও যেমন গুরুত্ব দিয়ে দেখা হয়, ঠিক ততটাই পরীক্ষাকেন্দ্রে নকল রুখতেও কড়া নজর শিক্ষা দফতরের। চলতি বছরেও সেই মতোই বুধবার ইংরেজি পরীক্ষার আগে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের তল্লাশি করেন শিক্ষকরা। কিন্তু এরপরেই ভয়াবহ ঘটনাটি ঘটে যায় মালদার এক স্কুলে ! এবার মালদায় শিক্ষক নিগ্রহের ঘটনায় সিসি ফুটেজ প্রকাশ্যে।


















