Tmc News: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস
ABP Ananda LIVE: বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে, একাধিক নতুন কর্মসূচি নিতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস। যার মধ্য়ে রয়েছে 'অঞ্চলে আঁচল', 'তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা'-র মতো কর্মসূচি। 'দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে'- এই প্রচারপত্র প্রতি বুথে বাড়িতে বাড়িতে বিলি করবে তৃণমূল মহিলা কংগ্রেস।
আরও খবর...
ফের কলকাতায় উদ্ধার হল মাদক। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা। ওড়িশা থেকে কলকাতায় বাসে করে আনা হয় মাদক। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ধর্মতলা বাস স্ট্যান্ডে নামতেই হাতেনাতে চারজনকে পাকড়াও করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বড়সড় সাফল্য [পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধর্মতলার বাস গুমটি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। শনিবার ভোরে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স সেল এখনও তল্লাশি চালাচ্ছে।


















