Train Accident: অল্পের জন্য রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেসের
ABP Ananda Live: অল্পের জন্য রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা। অল্পের জন্য রক্ষা নিউ জলপাইগুড়ি-চেন্নাই এক্সপ্রেসের। ওড়িশার সাবিরা হল্টের কাছে খুলে গেল ইঞ্জিনের ব্যাটারি। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে চেন্নাইগামী নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস।
ট্যাংরাকাণ্ডে এখনও পরতে পরতে রহস্য, বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন ?
ট্যাংরাকাণ্ডে এখনও পরতে পরতে রহস্য । বাড়ির ভিতরে CC ক্যামেরার প্লাগ কে খুলেছিলেন ? কেন খোলা হয়েছিল ? ট্যাংরাকাণ্ডে এখনও একাধিক মিসিং লিঙ্ক। ময়নাতদন্তে পাওয়া তথ্যের সঙ্গে ২ আহতের বয়ানে বেশ কিছু অসঙ্গতি, খবর সূত্রের ।
ডিসচার্জ সার্টিফিকেট পেলেও এখনও হাসপাতালে প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে । 'এখনও ডিসচার্জের জন্য পরিবারের কেউ যোগাযোগ করেনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও এখনও কেউ তাঁদের নিতে আসেননি', হাসপাতাল সূত্রে খবর। প্রণয় রায়ের বিল হয়েছে প্রায় ১ লক্ষ ৮১ হাজার টাকা। প্রণয় রায়ের ছেলের বিল হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার টাকা। সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে NRS হাসপাতালে স্থানান্তরের কথা।





















