R G Kar News: ফের তৃণমূলের নিশানায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদীরা । ABP Ananda Live
রাতে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা। রাত ২টোয় আপনার মেয়ে কোন রাতজাগা আন্দোলনে গেছে, খোঁজ নিয়েছেন? আমাদের ছেলেরা যদি পাহারা না দিত, মত্ত অবস্থায় মেয়েটার কিছু হয়ে গেলে তখন তো দায় আমাদের ঘাড়ে চাপত। ফের তৃণমূলের নিশানায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদীরা। উদয়ন গুহর পর এবার স্বপন দেবনাথ। সোমবার কালনায় একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মহিলা প্রতিবাদীদের এভাবেই আক্রমণ করেন প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী। মন্ত্রীর দাবি, তাঁর এলাকায় কোন মহিলা মদ্যপান করছেন, তা দেখতে তিনি ২ দিন বিভিন্ন হোটেলে খোঁজ নেন। হোটেল মালিকদের বলেও দেন মহিলাদের মদ না দিতে, নিজেই জানিয়েছেন মন্ত্রী। বিতর্কিত মন্তব্যের পরেও অবস্থানে অনড় স্বপন দেবনাথ।


















