Uluberia News: মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হোম গার্ড
ABP Ananda LIVE: ফের সরকারি হাসপাতালে 'নিগৃহীত' মহিলা জুনিয়র ডাক্তার । সিভিক ভলান্টিয়ারের পর এবার হোম গার্ডমহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগে গ্রেফতার হোম গার্ড । উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে চাঞ্চল্য । ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা । পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের উপর 'চড়াও' হোমগার্ড । হোমগার্ডের বিরুদ্ধে ওই মহিলা চিকিৎসককে শারীরিক নিগ্রহের অভিযোগ । মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হবে হুমকি দেওয়ারও অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে । উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ মহিলা চিকিৎসকের । নিগ্রহের সময় ওয়ার্ডের আশপাশে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না, অভিযোগ চিকিৎসকের । অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ, হোমগার্ড-সহ গ্রেফতার ২'
আরও খবর....
আলোর উৎসবে দূষণের দাপট। কালীপুজোর রাতে, দেদার শব্দবাজির দাপটে বাতাসের মান কার্যত ভয় ধরানোর মত। সোমবার রাতের পরিসংখ্যান বলছে, কলকাতার একাধিক জায়গায়, বাতাসের দূষণমাত্রা বা এয়ার কোয়ালিটি ইনডেক্স(AQI) ৩০০ ছাড়িয়েছে। এক কথায় 'খুব খারাপ' পর্যায়ে রয়েছে বাতাসের গুণগত মান।
বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় নিয়ন্ত্রণহীন গাড়ির ধাক্কা। নদিয়া কৃষ্ণনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। নাম সুজিত মাহাতো।বাড়ি কৃষ্ণনগরের বারুইহুদায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের হাড়হিম ছবি। স্থানীয় সূত্রে খবর, এদিন ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় দ্রুত গতিতে আসা ওই গাড়িটি তাঁকে ধাক্কা মারে ও সোজা গিয়ে পাশের দোকানে ঢুকে উল্টে যায়। তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।






















