Viral: ‘অর্জুন সিংয়ের সাংসদ তহবিলের টাকা পঞ্চায়েতের উন্নয়নের জন্য নেওয়া যাবে না’, ভাইরাল অডিও ঘিরে বিতর্ক
অর্জুন সিংয়ের সাংসদ তহবিলের টাকা পঞ্চায়েতের উন্নয়নের জন্য নেওয়া যাবে না। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের ভাইরাল অডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অডিও ক্লিপে বিধায়কের সঙ্গে জগদ্দলের কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অমল মণ্ডলের কথোপকথন রয়েছে বলে দাবি। অডিও ক্লিপে বলতে শোনা যায়, পঞ্চায়েতের উন্নয়নের জন্য অর্জুন সিংয়ের সাংসদ তহবিলের টাকা নেওয়া যাবে না। মনে করিয়ে দেওয়া হয় অর্জুন সিংয়ের লোকজনের হাতে আক্রান্ত হওয়ার কথা। ভাইরাল অডিও নিয়ে মুখ খুলতে চাননি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। প্রতিক্রিয়া এড়িয়ে গিয়েছেন তৃণমূল প্রধানও। প্রয়োজনে তৃণমূল নেতৃত্ব ও বিধায়কের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


















