BJP News: পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি, কিন্তু, তাদের সংগঠন কি ততটা শক্তিশালী হয়েছে?
ABP Ananda Live: দিল্লি জয়ের পর, এবার দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে টার্গেট করে, পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। কিন্তু, তাদের সংগঠন কি ততটা শক্তিশালী হয়েছে? পরিসংখ্য়ান বলছে - বাংলায় সদস্য় সংগ্রহের টার্গেটের অর্ধেক পেরোতে পারেনি বঙ্গ বিজেপি। 'সক্রিয় সদস্য়' সংগ্রহ অভিযানও আশানরূপ নয়। এমনকী বাংলায় সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়াও আপাতত স্থগিত রাখতে হয়েছে। সম্প্রতি বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচনের সময়েই একাধিক সাংগঠনিক জেলায় অশান্তির ছবি সামনে আসে। সূত্রের খবর, ৫ ফেব্রুয়ারি বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের মধ্য়ে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত স্থগিত থাকবে সাংগঠনিক নির্বাচন। যার জেরে প্রশ্ন উঠছে, অশান্তি এড়াতেই কি এই সিদ্ধান্ত?
দিল্লির বিধানসভা ভোটের ফল দেখে, বঙ্গ বিজেপি যখন টগবগ করে ফুটছে, তখন পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় আরও একবার বুঝিয়ে দিলেন, দলের রাশ তাঁরই হাতে। গ্রামীণ এলাকার জন্য় অঞ্চল ও ব্লক কমিটি এবং শহরাঞ্চলের জন্য় টাউন কমিটি নতুন করে গঠনের বার্তা দেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারির মধ্য়ে, প্রতিটি পদের জন্য তিনটে করে নাম, অরূপ বিশ্বাসের কাছে তৃণমূল বিধায়কদের জমা দিতে হবে। বাকিটা তিনি নিজে দেখে নেবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২১ জুলাইয়ের মঞ্চে থেকে রদবদলের প্রথম বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সূত্রের খবর, সেই সংক্রান্ত রিপোর্টও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে জমা দিয়েছিলেন তিনি। কিন্তু ইঙ্গিতপূর্ণ বিষয় হল, সোমবারের বৈঠকে সাংগঠনিক রদবদল প্রসঙ্গে অভিষেকের রিপোর্টের কোনও উল্লেখই করলেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায়।



















