WB Flood: পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী। জল ছাড়ার জন্য ফের দুষলেন ডিভিসি-কে।
ABP Ananda LIVE: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। 'অনিয়ন্ত্রিত, একতরফা এবং অভূতপূর্ব জল ছাড়ার ফলে রাজ্যে দুর্যোগ'। 'অতীতে এই পরিমাণ জল ডিভিসি থেকে ছাড়া হয়নি'। '২০০৯-এর পর দামোদর নিম্ন অববাহিকা ও সংলগ্ন অঞ্চল সবচেয়ে বড় বন্যার মুখোমুখি'। এর ফলে রাজ্যের ৫০ লক্ষ মানুষ বন্যা দুর্গত, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর। 'ডিভিসি-র চেয়ারম্যানকে ১৬ সেপ্টেম্বর ফোন করে অবস্থা সম্পর্কে জানানো হয়েছিল'। 'তারপরেও ১৭ সেপ্টেম্বর ভোরে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হয়'। এই পরিমাণ জল তখনই না ছেড়ে ঠেকানো যেত, চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর।
আগামীকাল দুপুর তিনটের সময় স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। ওই মিছিলে সাধারণ নাগরিকদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার থেকে জরুরি বিভাগে যোগদান করছেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলন একটি জায়গায় আটকে রাখা যাবে না, হুঙ্কার জুনিয়র ডাক্তারদের। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন থামবে না, হুঙ্কার আন্দোলনকারীদের। কাল মিছিলের পর নিজের কলেজে ফিরে যাব, জানালেন জুনিয়র ডাক্তাররা। যতদিন প্রকৃত দোষীরা না ধরা পড়ছে ততদিন আন্দোলন চলবে, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। আংশিকভাবে কাজে ফিরব, কাল থেকে বন্যা দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করব, জানালেন জুনিয়র ডাক্তাররা। ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানিতে নজর থাকবে, রাজ্যের নির্দেশিকা কবে কার্যকর হয়, নজর থাকবে, ততদিন আংশিক কর্মবিরতি চলবে, জানালেন জুনিয়র ডাক্তাররা। সাংবাদিক বৈঠকে কী বলছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো?