BJP News: 'পুরভোটে হারিয়েছিলাম বিধানসভা ভোটেও হারাব', তাপসী মণ্ডলকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ABP Ananda Live: 'পুরভোটে হারিয়েছিলাম বিধানসভা ভোটেও হারাব। হলদিয়ার ভূমিপুত্রকে দিয়েই হারাব।' ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া তাপসী মণ্ডলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার আরও এক ছাত্র
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার আরও এক ছাত্র। দর্শন স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়া সৌম্যদীপ মাহাতো। গতকাল সন্ধেয় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডাকা হয়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে ওই পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগার ঘটনায় সৌম্যদীপের যোগ রয়েছে বলে পুলিশের দাবি। অন্যদিকে, সৌম্যদীপের গ্রেফতারির দিনই জামিন পেয়েছেন যাদবপুরের প্রাক্তনী সাহিল আলি। ৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে আলিপুর আদালত। তদন্তকারী অফিসারের সঙ্গে সপ্তাহে দু'দিন দেখা করতে হবে সাহিলকে। অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ মার্চ যাদবপুরের প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। সাহিলের মোবাইল ফোনে কথোপকথনের সূত্র ধরে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান সরকারি আইনজীবী। দু'পক্ষের সওয়াল শোনার পরে যাদবপুরের প্রাক্তনীর জামিন ম়ঞ্জুর করেন বিচারক।





















