Panihati News: পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হল সোমনাথ দে-কে
ABP Ananda Live: তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান করা হল সোমনাথ দে-কে। প্রসঙ্গত, অভয়ার শেষকৃত্য়ে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার।
আর জি করকাণ্ডে প্রতিবাদী ডাক্তার সুবর্ণ গোস্বামীর বদলি ঘিরে বিতর্কের মধ্য়েই, আরেকজনের বদলি নিয়েও বিতর্ক তৈরি হল। তিনি হলেন উৎপল দাঁ। অভীক দে-র বিরুদ্ধে স্বাস্থ্য দফতরের গঠিত তদন্ত কমিটির চেয়ারম্যান ছিলেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ উৎপল দাঁ। এই কমিটিই অভীক দে-কে দোষী সাব্যস্ত করে স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট দিয়েছিল। তাঁকে ডায়মন্ডহারবার মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ পদ থেকে বদলি করে, বর্ধমান মেডিক্য়াল কলেজের অ্য়ানাটমির প্রফেসর করে পাঠানো হয়েছে। আর এই দুই বদলি ঘিরে সরব হয়েছে চিকিৎসক সংগঠনগুলোর একাংশ। তাদের দাবি, এটা প্রতিহিংসা। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেলকে ইমেল করেছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম। তাঁদের দাবি, 'এই পদক্ষেপ শুধুমাত্র প্রশাসনিক ভুল নয়, এতে সৎ আধিকারিকদের শাস্তি দেওয়া এবং যারা দুর্নীতি ও অপশাসনের সঙ্গে যুক্ত, তাঁদের পুরস্কৃত করার স্বাস্থ্য দফতরের নিরন্তর চেষ্টা স্পষ্ট। স্বাস্থ্য দফতরের অল্প যেটুকু বিশ্বাসযোগ্যতা বাকি আছে সেটুকুও নষ্ট হওয়ার আগে, সরকারের উচিত অবিলম্বে এটা সংশোধন করা।'




















