Weather Report: 'দানা'র জেরে প্রবল বৃষ্টি এবং তার ফলে কৃষিকাজে ক্ষতি হয়েছে ব্যাপক | ABP Ananda Live
ABP Ananda Live: দানার জেরে প্রবল বৃষ্টি এবং তার ফলে কৃষিকাজে ক্ষতি হয়েছে ব্যাপক। নষ্ট হয়েছে বিঘের পর বিঘে ধান। ভেঙে নষ্ট হয়েছে সবজির মাচা। তরম উৎন্ঠায় রয়েছে বাঁকুড়া, বিষ্ণপুর ব্লকের বহু কৃষক। নিন্মচাপের আগে ধান কেটে ফেললেও হঠাৎ করে বৃষ্টি আসায় ঘরে তোলা যায়নি আর। তিনদিন ধরে জলের তলায় থাকা ধানের অঙ্কুর বের হতে শুরু করেছে। কীভাবে মহাজনের টাকা শোধ করা হবে? সেই চিন্তায় কৃষকরা।
ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে বৃহস্পতিবার থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আর কদিন পরেই ধান কাটার সময়। তার আগে মাথায় হাত কৃষকদের। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরের বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। জমা জলে পড়ে থেকে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের। ঝড়ের দাপটে শীতকালীন সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায়।
হলদি নদীর তীরবর্তী এলাকার নন্দীগ্রাম ১ ব্লকের খড়িবেড়িয়া, মহম্মদপুর, দীনবন্ধুপুর, জেলেমারা, দুর্গাপুর, গাংরা প্রভৃতি এলাকায় বাসিন্দাদের একমাত্র জীবিকাই হল সবজি চাষ। কয়েকদিনের মধ্যেই শীতের সিলসিলা শুরু হবে। আর তখন থেকেই শীতের সবজি বাজারে ঢোকে সাধারণত। সেই অনুসারে প্রস্তুতিও সেরে রাখেন কৃষকরা। কিন্তু 'দানা'র পর তাদের এখন মাথায় হাত। শীতকালীন সব শাক-সবজি, যেমন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পালং শাক, মুলো, ওলকপি বেড়েও উঠেছিল। তবে জমিতে জল জমে তা নষ্ট হওয়ার মতো পরিস্থিতি।
চাষিদের আশঙ্কা, অতি বৃষ্টির জন্য শাক-সবজি গাছের ক্ষেতে জল জমে গিয়েছে। ফলে তা নষ্ট হতে পারে। এখন আর নতুন করে শাক-সবজি লাগানো সম্ভব নয়। ফলে একদিকে যেমন সবজির জোগান কমবে, তেমনি বাড়ড়ে পারে সবজির দাম।