Fake Voter Cards: আলিপুরদুয়ারে নর্দমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার দু-ডজন ভোটার কার্ড
ABP Ananda LIVE: নর্দমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার দু-ডজন ভোটার কার্ড। আলিপুরদুয়ারের মাদারিহাটে স্থানীয়দের একাংশের দাবি, সেতুর ধরে থাকা নর্দমা থেকে উদ্ধার ২৫ টি ভোটার কার্ড । উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির কোনওটায় ঠিকানা নেই । কয়েকটি ভোটার কার্ডে একই নাম অথচ ভিন্ন ছবি। ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য ।
RG Kar Update: আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ১ বছর, ৯ অগাস্ট ফের রাত দখল, 'কালীঘাট চলো'-র ডাক অভয়া মঞ্চের
অগাস্টে তিন তিনটি কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হল। এদিকে, 'কালীঘাট চলো'র অনুমতি না মেলায় ফের কলকাতা পুলিশকে ইমেল করল 'অভয়া মঞ্চ'।
CGO অভিযান... 'কালীঘাট চলো' থেকে ফের রাত দখলের ডাক। আর জি কর-কাণ্ডের এক বছরে ত্রিফলা আন্দোলনের ঘোষণা করল অভয়া মঞ্চ। ৯ অগাস্ট, আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ১ বছর। ওইদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ!
তার আগের রাতে শ্যামবাজারে জমায়েতের ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এই অবস্থায়, শুক্রবার মৌলালী যুবকেন্দ্রে গণ কনভেনশন করে তিন কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। চল্লিশের বেশি গণসংগঠন, যারা এই অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের প্রতিনিধিরা এখানে এসেছিলেন। এই গণ কনভেনশন থেকে পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হল।


















