ABVP Agitation : বিধানসভা চত্বরে ABVP-র বিক্ষোভ, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ
ABP Ananda LIVE : বিধানসভা চত্বরে ABVP-র বিক্ষোভ। গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ এবিভিপি-র। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের নিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা। কর্মীসমর্থকদের প্রিজন ভ্যানে টেনে হিঁচড়ে তুলল পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা বিধানসভা চত্বরে।
Kolkata Crime News: রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ
রিজেন্ট পার্কে ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় অভিযোগকারী মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে। সোমবার ভর সন্ধেয় রিজেন্ট পার্কের ম্যুর অ্যাভিনিউতে থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে বাড়িতে ঢুকে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। গৃহকর্ত্রী সোনালি বিশ্বাসের অভিযোগ ছিল, তিনি দরজা খোলার সময়, জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়ে মুখোশে মুখ ঢাকা দুই দুষ্কৃতী। মহিলার অভিযোগ ছিল, তাঁর মুখে কাপড় গুঁজে, গলায় ছুরি ঠেকিয়ে, তাঁকে দিয়েই আলমারি খুলিয়ে সোনার গয়না লুঠ করে পালায় দুষ্কৃতীরা।


















