Biman Banerjee: 'আমাদের সঙ্গে রাজভবনের কোনওরকম যোগাযোগ হয়নি', জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়
ABP Ananda LIVE: 'এক্ষেত্রে আমি আইনত চিন্তাভাবনা করব, আইনজীবীদের সঙ্গে আলোচনা করব, আমার ক্ষমতা কতটা রয়েছে তা দেখে আমি সিদ্ধান্ত নেব। আমাদের সঙ্গে রাজভবনের (Rajbhavan)কোনওরম যাগাযোগ হয়নি', জানালেন বিমান বন্দ্যোপাধ্যায়। ২ তৃণমূল বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত। রাজভবনের কড়া চিঠির পাল্টা রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ । রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ সায়ন্তিকা-রেয়াতের । আজই শপথগ্রহণের জন্য় ২ বিধায়ককে রাজভবনে ডেকেছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে চিঠি বরানগর-ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থীদের।
পুরকর বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর(amata banerjee) ঘোষণায় স্বস্তিতে কোচবিহারের(coochbehar) ব্যবসায়ী মহল। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। ভর্ৎসনার মুখে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, রাজ্য সরকারি অধীনে থাকা ভ্যালুয়েশন বোর্ডই কর বৃদ্ধির প্রস্তাব করেছিল। এক্ষেত্রে পুরসভার কোনও হাত নেই। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পর মহিষবাথানে উচ্ছেদ করা হল জবরদখল। কর বাড়ানো নিয়ে তীব্র ভর্ৎসনা করেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে। মুখ্য়মন্ত্রীর বার্তার পরই কলকাতা এবং শহরতলিজুড়ে অ্য়াকশন মোডে পুলিশ-প্রশাসন। যার মধ্য়ে অন্য়তম সল্টলেক। সল্টলেক... আমার লজ্জা লাগছে, ইচ্ছেমতো সুজিত বসু লোক বসাচ্ছে। কম্পিটিশন করে। কেন? কেন বাইরের লোক বসবে? ARD অফিসের সামনে, সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। একটা করে ত্রিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? হোয়াই? হোয়াই? হোয়াই?