ECI : উত্তরবঙ্গে আসছেন কমিশনের ৩ সদস্যের প্রতিনিধি দল ৩ দিনের সফরে ৩ জেলাশাসকের সঙ্গে করবেন বৈঠক
ABP Ananda LIVE: SIR সংঘাতের আবহে রাজ্যে ফের কমিশনের বিশেষ টিম। উত্তরবঙ্গে আসছেন জ্ঞানেশ ভারতী-সহ তিন জনের দল। ৩ জেলার সঙ্গে বৈঠক। থাকবেন সিইও মনোজ আগরওয়ালও।
আরও খবর...
SIR আতঙ্কে ভুয়ো পরিচয়পত্র লোপাটের চেষ্টা? পানাপুকুর থেকে মিলল ৩ বস্তা আধার কার্ড!
SIR নিয়ে দুই দলের দুই রকম প্রচারে বিভ্রান্তি বাড়ছে সাধারণ মানুষের। তৃণমূলের তরফ থেকে যেমন একদিকে বলা হচ্ছে যে, SIR-এর ফলে সাধারণ নাগরিকদের ভোটাধিকার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই বিজেপির তরফ থেকে আবার বলা হচ্ছে, কেবলমাত্র অনুপ্রবেশকারীদেরই নাম বাদ যাবে, যাঁরা এই দেশের নাগরিক, তাঁদের কোনও সমস্যা নেই। অনেক জায়গা থেকেই অভিযোগ উঠে আসছে যে, ভুয়ো পরিচয়পত্র বানিয়ে অনেকেই এই দেশে রয়েছেন। আর এই আবহেই, পানাপুকুর থেকে উদ্ধার হল, ৩ বস্তা আধার কার্ড!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম

















