Fake Voter: 'ভূতুড়ে' ভোটার নিয়ে আসরে তৃণমূল, পাল্টা বিজেপি
ABP Ananda Live: 'ভূতুড়ে' ভোটার নিয়ে আসরে তৃণমূল। পাল্টা বিজেপি। ভোটার লিস্ট থেকে হিন্দিভাষীদের বাদ দেওয়ার চক্রান্ত। আমরাও বাড়ি বাড়ি যাব। মদন..ভুয়ো ভোটার দেখলেই ঝেঁটিয়ে বিদায় করুন: অমরনাথ শাখা।
বিশ্ব ক্রিকেটে ফের নজির গড়ল ভারত। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও এল টিম ইন্ডিয়ার হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল ভারত। দেশবাসীর কাছএ যা এক গৌরবের সময়। টিম ইন্ডিযার এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কী বলেছেন প্রধানমন্ত্রী
টিম ইন্ডিযার জয় নিয়ে এক্স-এ প্রধানমন্ত্রী লিখেছেন, “একটি ব্যতিক্রমী খেলা এবং একটি ব্যতিক্রমী ফলাফল! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেশে আনার জন্য আমাদের ক্রিকেট দলের ওপর আমরা গর্বিত। এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ওরা। সবদিকে চমৎকার প্রদর্শনের জন্য আমাদের দলকে অভিনন্দন।"
দুবাইয়ে রবিবার ভারতের দিন শুরু হয়েছিল টস হারা দিয়ে। টানা ১২ ওয়ান ডে ম্যাচে টস হারলেন রোহিত। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের পেসাররার ব্যর্থ। তবে ভেল্কি দেখালেন স্পিনাররা। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাডেজা - চার স্পিনার মিলে ৩৮ ওভারে খরচ করলেন মাত্র ১৪৪ রান। তুলে নিলেন ৫ উইকেট। টস জিতে প্রথমে ব্যাটিং করে নিউজ়িল্যান্ড তুলেছিল ২৫১/৭। আধুনিক ক্রিকেটে ওয়ান ডে-তে যে রান জলভাত। যদিও দুবাইয়ে ছবিটা আলাদা। বল পড়ে থমকে ব্যাটে আসছে। স্পিনাররা ছড়ি ঘোরাচ্ছেন। এই উইকেটে শট খেলাই কঠিন। ক্রিকেট পণ্ডিতরা বুঝে গিয়েছিলেন, ২৫২ তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার লড়াই সহজ হবে না।



















