WB News: ফরাক্কায় নিহত নাবালিকার পরিবারের দাবিতেই সিলমোহর
ABP Ananda Live: ফারাক্কায় নিহত নাবালিকার পরিবারের দাবিতেই সিলমোহর। ৯ বছরের বলিকাকে ধর্ষণ করে খুন, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে। প্রথম থেকেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ করে পরিবারের। পুলিশের বিরুদ্ধে ধর্ষণের মমলা রুজু করতে গড়িমাসির অভিযোগ করে পরিবার। মৃতদেহ উদ্ধারের ৬ দিনের মাথায় ঘটনাস্থলে ফরেন্সিক টিম। রবিবার ফরাক্কায় নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার।
আরও খবর, তেরো বছরের মাথায় ফিরল আমরির ভয়াবহ সমৃতি। শিয়ালদা ইএসআই-এ বিধ্বংসী আগুন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু এক রোগীর, দাবি পরিবারের। আগুনের কারণে মৃত্যু নয়, দাবি হাসপাতালের। কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, শিয়ালদা ইএসআইয়ে দমবন্ধ হয়ে রোগীমৃত্যুর অভিযোগ। পুড়ে ছাই ওয়ার্ড। দীর্ঘক্ষণ গাছতলায় ঠায় রোগীদের। প্রশ্নে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। কাল সোদপুর থেকে ধর্মতলা ন্যায়বিচার যাত্রা। পরশু নাগরিক সমাজকে জমায়েতের ডাক। বার্তা মুখ্যমন্ত্রীকেও। ধর্মতলা থেকে শিলিগুড়ি, আমরণ অনশনের ১৪ দিন। কী হবে আন্দোলনের পরবর্তী রূপরেখা? ঠিক করতে আজ সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক জুনিয়রদের। কুণাল ঘোষ-নারায়ণ বন্দ্যোপাধ্যায় একান্ত বৈঠক ঘিরে তোলপাড়। শাসক নেতা ও প্রতিবাদী ডাক্তারের সাক্ষাতে সরব জুনিয়র থেকে সিনিয়ররা। রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে সিঙগুরে মিছিল শুভেনদুর। ফের নিশানা মমতাকে।
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Dumdum News: সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পর এবার দমদম, টার্গেট সত্তরোর্ধ্ব দম্পতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/f6897ca2ea9377358e82fd8de3c3dde21739802745293535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)